• রাজনীতি

২৭ জানুয়ারি ইশরাকের ইশতেহার ঘোষণা

  • রাজনীতি
  • ২৪ জানুয়ারী, ২০২০ ১৭:৩৬:০৮

সিএনআই ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ২৭ জানুয়ারি নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পরিকল্পনামাফিক অবকাঠামোগত উন্নয়ন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সেবামূলক কাজের নানা পরিকল্পনা সুস্পষ্টভাবে ইশতেহারে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার পুরান ঢাকার ফরিদাবাদে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রচার শুরুর আগে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির এই মেয়র প্রার্থী। ইশতেহার ঘোষণার তারিখ জানিয়ে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক বলেন, ‘নগরবাসীদের নানা সমস্যা, সমন্বয়হীনতার কারণে নানা ভোগান্তি, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা কথা আমি বলে আসছি। ইশতেহারে এসবের বিস্তারিত তুলে ধরা হবে।’ প্রচারে নামার আগে ইশরাক বলেন, ‘যেহেতু জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহি নেই, তাই তারা নগরবাসীর জন্য কিছু করতে পারবে বলে আমি মনে করি না।’

মন্তব্য ( ০)





  • company_logo