• রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীরা এখনো মাঠে

  • রাজনীতি
  • ২৫ জানুয়ারী, ২০২০ ১১:৪৮:২৩

সিএনআই ডেস্ক: ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এখনো মাঠে। তাদের থামাতে কঠোর হুঁশিয়ারি আর সতর্কবার্তা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। অনেকের দাবি দলীয় সমর্থন না পেলেও কেন্দ্রীয় নেতাদের সিগন্যাল পেয়ে মাঠে রয়েছেন তারা। তবে দলের সাধারণ সম্পাদক বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিষয়টি গুরুত্ব দেয়ার কিছু নেই। দক্ষিণ সিটির ৫৬ নম্বর ওয়ার্ড। দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে একাট্টা অন্য  চার প্রার্থী। যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত। গেলো কয়েকঘন্টায়  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে তাদের হয় দফায় দফায় মারামারি। দলের কঠোর হুশিয়ারির পরেও মাঠ না ছাড়ার কারণ কি- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচনে এমন বিদ্রোহী প্রার্থী থাকেই, এ  নিয়ে আমরা ভাবছি না। তবে ভোটারটা বলছেন, দল নয়, কাউন্সিলর পদে প্রার্থী দেখে ভোট দিবেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo