• সমগ্র বাংলা

স্বেচ্ছাসেবী সংগঠন “আলো” শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়

  • সমগ্র বাংলা
  • ১৫ জানুয়ারী, ২০২০ ১৫:৩৬:৩৯

নীলফামারী প্রতিনিধি: দূর্নীতি আর মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন “আলো” বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিইসি, জেএসসিতে জিপিও-৫ পাওয়া ৮৩জন কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় ক্রেষ্ট ও সম্মাননা। আজ বুধবার দুপুরে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এসব আলোকিত শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন। এ সময় আলোর সাধারন সম্পাদক মাহমুদ আল হাসান রাফিন, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, পঞ্চপুকুর কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo