• সমগ্র বাংলা

রৌমারীতে ৫টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি

  • সমগ্র বাংলা
  • ২০ জানুয়ারী, ২০২০ ১৯:১৫:০০

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকায় ভারত থেকে পাচার করে আনা ৫টি মহিষ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে আটককৃত মহিষগুলোর মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। তবে মহিষ পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
ওই সীমান্ত এলাকার দায়িত্বে নিয়োজিত জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপি'র টহল দল ভারত থেকে পাচার করে আনার সময় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২ থেকে প্রায় দেড়শ' মিটার অভ্যন্তরে মহিষগুলোকে আটক করে। এ সময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মহিষগুলোকে ফেলে দ্রুত পালিয়ে যায়।
এ প্রসঙ্গে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটককৃত মহিষগুলোকে রৌমারী কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo