• আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৫

  • আন্তর্জাতিক
  • ১১ জানুয়ারী, ২০২০ ০৮:২৫:৪৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েতায় এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চীমাঞ্চলীয় কোয়েতা প্রদেশে এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভে সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। বেলুচিস্তানের পুলিশ প্রধান মহসিন হাসান বাটের বরাত দিয়ে এএফপি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বোম ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তকর্মীরা মসজিদ চত্বরে তল্লাশি চালাচ্ছেন এবং এলাকাটি ঘিরে রেখেছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ফ্রন্টিয়ার কর্পস কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছেছে। পুলিশের পাশাপাশি তারাও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মন্তব্য ( ০)





  • company_logo