• আন্তর্জাতিক

ট্রাম্পের বিচার শুরু ২১ জানুয়ারি

  • আন্তর্জাতিক
  • ১৭ জানুয়ারী, ২০২০ ১২:২৫:২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের নথি গত বুধবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হয়েছে। সেখানে ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন সিনেটের রিপাবলিকান নেতা মিশ ম্যাককনেল। এর আগে বুধবার অভিশংসনের নথিগুলো সিনেটে পাঠাতে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব ২২৮-১৯১ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে বিবিসি। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর নথিগুলোতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি ও সাত আইনপ্রণেতা স্বাক্ষর করেন। প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফের নেতৃত্বে এই সাতজন সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে মামলায় বাদীর ভূমিকা পালন করবেন। আর হোয়াইট হাউসের আইনজীবী প্যাট সিপোলোনে ও জে সেকুলো প্রেসিডেন্টের পক্ষে লড়াই করা আইনজীবীদের নেতৃত্ব দেবেন। সিনেটের এ বিচারে সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস; তিনি জুরির দায়িত্ব পালন করা ১০০ সিনেট সদস্যের শপথ পড়াবেন। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। তবে সিনেটে ‘ন্যায়বিচার’ না পাওয়ার আশঙ্কা থেকে অভিশংসনের নথি পাঠাতে বিলম্ব করেন ন্যান্সি পেলোসি। এ নিয়ে নিজ দলেও সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে প্রায় এক মাস পর নথিতে সই করে পেলোসি বলেন, ‘দেশের জন্য খুবই দুঃখজনক যে, প্রেসিডেন্ট আমাদের জাতীয় সুরক্ষা লঙ্ঘন করেছেন। তিনি শপথ ভঙ্গ করে আমাদের নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা হুমকিতে ফেলেছেন বলেই এ ব্যবস্থা নিতে হচ্ছে। প্রেসিডেন্টকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন।’ অভিশংসন নথি পাওয়ার কথা জানিয়ে সিনেটে রিপাবলিকান নেতা মিশ ম্যাককনেল জানান, বৃহস্পতিবার নথিগুলো আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানোর পর ২১ জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু হবে।

মন্তব্য ( ০)





  • company_logo