• আন্তর্জাতিক

ভারত সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান না করে, এড়িয়ে যেতে পারেন ইমরান খান

  • আন্তর্জাতিক
  • ১৮ জানুয়ারী, ২০২০ ১০:০৯:১৭

আন্তর্জাতিক ডেস্ক: চিরবৈরী প্রতিবেশী ভারত সফরের আমন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাখ্যান না করে এড়িয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় দৈনিক আনন্দবাজারপত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে হিন্দুস্থান টাইমস বলছে, বিধিমালা ও কনভেনশন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নাকি তাদের অন্য প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন; সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পাকিস্তানের। পাক প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বালাকোটের পর সম্পর্কের অবনতির মধ্যে ভারত সফরে গেলে ইমরান খানের পক্ষে তার যথার্থতা ব্যাখ্যা করা কঠিন হবে। খুব সম্ভবত, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন। অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় স্থানীয় এক যুবকের আত্মঘাতী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কাজেই তখন থেকে সৃষ্ট তিক্ত সম্পর্কের মধ্যে ইমরান ভারত সফরে যাবেন কিনা; তা নিয়ে সন্দিহান ছিল কূটনীতিক মহল।  

মন্তব্য ( ০)





  • company_logo