• জাতীয়

একদিনে প্রায় ১৪শ’ মেট্রিক টন পিয়াজ এল মিয়ানমার থেকে

  • জাতীয়
  • ৩০ জানুয়ারী, ২০২০ ১৬:৫৩:৪৫

সিএনআই ডেস্ক: মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পিয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। একদিনে ১২ জন ব্যবসায়ীর কাছে ১৭টি ট্রলারে করে ১ হাজার ৩৮৯ দশমিক ৯৫৯ মেট্রিকটন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে। চলতি জানুয়ারি মাসে ২৫ দফায় মিয়ানমার থেকে নৌপথে ১৪ হাজার ৪৫২ দশমিক ৯০২ মেট্রিকটন পিয়াজ আমদানি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবসার উদ্দিন। গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০ টন পিয়াজ আসে। এরপর থেকে বুধবার  বিকাল পর্যন্ত মিয়ানমার থেকে ৭৫ হাজার ১৬০ দশমিক ৪৪৪টন পিয়াজ আমদানি করা হয়। আরও বেশি পিয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, এখন মিয়ানমার থেকে বেশি পরিমাণে পিয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানিকৃত পিয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১০৬টি পিয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে স্থলবন্দর ছেড়ে গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo