• জাতীয়

আদালতের আদেশ মেনে ভোটে অংশ নেওয়ার অনুরোধ কাদেরের

  • জাতীয়
  • ১৬ জানুয়ারী, ২০২০ ১২:৫০:৩৭

ন্যাশনাল ডেস্ক: আদালতের আদেশ মেনে আন্দোলন থেকে সরে ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার পৌঁনে ১২টায় সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ অনুরোধ জানান। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত। হাইকোর্ট যা রায় দেন তা ভেবেচিন্তেই দেন, তাই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে যারা সমাবেশ করছেন, তাদের সেখান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন  তিনি। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ যেহেতু আদালত থেকে নিদিষ্ট করা হয়েছে, তাই এটা নিয়ে কারো কথা বলা উচিত নয়, নির্বাচন কমিশনের আগেই ভাবা উচিত ছিল এই তারিখটি নিয়ে। যেহেতু তারা আগে ভাবেনি আর এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, বিষয়টি তাই এ নিয়ে সবাইকে সহনসীল হওয়ার আহ্বান জানান তিনি। ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা সংবিধানে নিষিদ্ধ, তাই এটা সাপোর্ট করা কারোই উচিত নয়, সরকারও করে না। সংসদে এটা নিয়ে যারা কথা বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত।

মন্তব্য ( ০)





  • company_logo