• সমগ্র বাংলা

শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটলো ছাত্রের

  • সমগ্র বাংলা
  • ০৮ জানুয়ারী, ২০২০ ১৭:০১:৫৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে এক ছাত্রের। আজ বুধবার ওই উপজেলার চক চৌবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন চক চৌবিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ওই বিদ্যালয় থেকেই পিইসি পরীক্ষা দিয়েছেন। ইসমাইলের মা মঞ্জুয়ারা খাতুন বলেন, আমার ছেলে পড়া না পারায় শিক্ষক ফরিদা খাতুন তার ডান কানে থাপ্পড় দেন। এতে তার কান দিয়ে রক্ত ঝরে। পরে তাকে উল্লাপাড়া হাই কেয়ার হিয়ারিং সেন্টারে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে বাড়ি ফিরিয়ে আনা হয় ইসমাইলকে। মঞ্জুয়ারা খাতুন আরো বলেন, চিকিৎসকরা জানিয়েছেন ইসমাইল ডান কানে আর কখনো শুনতে পাবে না। তাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তিনি জানান, শিক্ষক ফরিদা খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চক চৌবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে আবেদন করলেও তা আমলে নেননি তিনি। পরে ইউএনও এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। চক চৌবিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, ঘটনাটি আগের। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এখন এখানে নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo