• সমগ্র বাংলা

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকান্ডে ৫লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা
  • ০৮ জানুয়ারী, ২০২০ ১৭:১৫:৩৫

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুর বীরগঞ্জে একটি গোডাউনে অগ্নিকান্ডে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মার্কেট মালিক মোঃ ফারুক হোসেন। আজ বুধবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরে মোঃ ফারুক হোসেনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।। প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ ফারুক হোসেনের মার্কেটের একটি গোডাউনের টিন সেডের কাজ করছিল টিন মিস্ত্রিরা। কাজ করার এক পর্যায়ে লোহার ঝালাই করার সময় আগুনের ফুলকি গোডাউনে রক্ষিত মালামালের উপর এসে পড়ে। সেখান থেকে আগুনের উৎপত্তি হয়। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে আশেপাশের দোকানদার এবং স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে কাহারোল উপজেলা হতে দুইটি এবং খানসামা উপজেলা হতে দুইটি ইউনিট এসে যোগ দেয়। তাদেরকে সহযোগিতা করার জন্য বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নেতৃত্বে একদল পুলিশ এবং বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ আল মামুনের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। সকলের চেষ্টায় দুপুর ১টায় আগুন পুরো নিয়ন্ত্রণে আসে। বীরগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নির্মল কুমার রায় জানান,দ্রুত সময়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। আমাদের সহযোগিতার করার জন্য পাশের উপজেলা কাহারোল ও খানসামা হতে ২টি করে মোট ৪টি এবং আমাদের উপজেলার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আর এ কারণে আগুন আশে পাশে ছড়িয়ে পড়তে পারে নি এবং ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। বিদ্যুৎ দিয়ে ঝালাই করার কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার কাজ সহ সার্বিক সহযোগিতা করেছে। অগ্নিকান্ড নিয়ন্ত্রনে ফায়ার ষ্টেশন এবং পুলিশের পাশাপাশি স্থানীয় জনতা ও বীরগঞ্জ সরকারী কলেজের রোভার স্কাউটের অংশগ্রহণ নজির স্থাপন করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo