• রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার তাপস-হাজী সেলিম

  • রাজনীতি
  • ২৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩৮:২১

সিএনআই ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং হাজী মোহাম্মদ সেলিম। হাজী সেলিম নিজে মনোনয়নপত্র জমা দিলেও তাপসের পক্ষে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও নিউমার্কেট থানার নেতারা তা জমা দেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দু’জনে মনোনয়নপত্র জমা দেন। হাজী সেলিম কথা না বলতে পারার কারণে গণমাধ্যমের সঙ্গে তার পক্ষে কথা বলেন দেলোয়ার হোসেন। আর ফজলে নূর তাপসের পক্ষে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল। মোর্শেদ কামাল বলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকাকে উন্নয়নের সুতিকাগারে পরিণত করেছেন। এ কারণে নগরবাসীও চাচ্ছেন শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হোন। মনোনয়নপত্র জমা দেয়ার পর সংবাদমাধ্যমের সামনে দুই পক্ষের নেতা কথা বলার সময় হাজী সেলিম ও তাপসের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান হয়। একই সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন ও দলের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শনিবার (২৮ ডিসেম্বর) চূড়ান্ত করা হবে। সেদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। সেদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

মন্তব্য ( ০)





  • company_logo