• শিক্ষা

কুমিল্লায় দুটি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • শিক্ষা
  • ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:০২:৫৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৩য়, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় দুটি স্কুলে ৬৪০টি আসনের বিপরীতে ১০২৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদিকে এ ভর্তি পরীক্ষা ঘিরে কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের অভিভাবকদের ভীড় করতে দেখা যায়। জানা গেছে, কুমিল্লা জিলা স্কুলের ৫ম শ্রেণিতে দুটি শিফটে ১২০টি আসনের বিপরীতে ২ হাজার ১০৩ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রভাতী শাখায় ৯৮৬জন, দিবা শাখায় ১ হাজার ১১৭ জন ছাত্র রয়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে দুটি শিফটে ২৪০টি আসনের বিপরীতে ৩ হাজার ২শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রভাতী শাখায় ১ হাজার ৫৩৬ জন এবং দিবা শাখায় ১ হাজার ৬৬৪ জন ছাত্র রয়েছে। এদিকে নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ১২০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৪১ জন এবং ৬ষ্ঠ শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ২৫৬৭ জন ছাত্রী অংশগ্রহণ করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo