• জাতীয়

বাংলাদেশের আগামী প্রজন্ম দুঃখ-দুর্দশা দেখবে না: প্রধানমন্ত্রী

  • জাতীয়
  • ১৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪২:০৭

ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের আগামী প্রজন্ম দুঃখ দুর্দশা দেখবে না এমন লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে যে কোন ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসি। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত বিশ্বের ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিয়েছেন। এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তানসহ ১৬ দেশের ৮৫ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন ৩৮ জন কর্মকর্তা। প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন। বক্তব্যে একটি দক্ষ ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনী যাতে চলতে পারে, আধুনিক সরঞ্জামের সঙ্গে যাতে তারা পরিচিত থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি। ট্রেনিং এবং সমরাস্ত্র বিষয়ে আমরা যথেষ্ট সচেতন এবং যতদূর সম্ভব উন্নয়ন করে যাচ্ছি। স্বাধীনতার মর্যাদা সমুন্নত রেখে যেকোন ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, দেশপ্রেম, মানুষের প্রতি কর্তব্যবোধ, দায়িত্ববোধ এবং ভালোবাসা প্রতিটি সদস্যের মধ্যে এগুলো থাকা উচিত। দেশকে এগিয়ে নিয়ে যেতে যেকোন ত্যাগ স্বীকারে আপনাদের প্রস্তুত থাকতে হবে। একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সশস্ত্র বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

মন্তব্য ( ০)





  • company_logo