• অর্থনীতি

৫০ টাকা কেজি পেঁয়াজ, যার যা লাগে নিয়ে যান

  • অর্থনীতি
  • ১৫ ডিসেম্বর, ২০১৯ ১৪:৫৭:৫৬

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের রাজ্জাক পার্কে সকাল ৯টা থেকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কেজি। রোববার বেলা ১১টার দিকে রাজ্জাক পার্কে ক্রেতাদের তেমন কোনো ভিড় চোখে পড়েনি। হাতেগোনা কয়েকজন পেঁয়াজসহ অন্যান্য পণ্য কিনছেন। এ সময় টিসিবির পণ্য বিক্রেতারা ক্রেতাদের উদ্দেশে বলতে থাকেন, পেঁয়াজ যার যা লাগে নিয়ে যান। রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বিক্রেতা শেখ সিরাজুল ইসলাম (সাতক্ষীরার টিসিবির ডিলার) জানান, গতকাল (শনিবার) বিক্রি করেছি তিন হাজার কেজি পেঁয়াজ, দেড় হাজার লিটার সয়াবিন তেল। আজ ক্রেতা সংকট। তাই কোনো ক্রেতা বেশি পরিমাণ পেঁয়াজ নিতে চাইলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যা লাগে ক্রেতারা নিয়ে যেতে পারে। কয়েকদিন আগে জনপ্রতি এক কেজি করে পেঁয়াজ বিক্রি করলেও এখন বেশি নিতেও কারো বাধা নেই, সরবরাহ যথেষ্ট রয়েছে। তিনি জানান, আমরা দুই কেজি পেঁয়াজ বিক্রি করছি ১০০ টাকায়। রয়েছে ২ কেজি দুইশ গ্রাম। দুইশ গ্রাম বেশি রয়েছে। তেল ৫ লিটারের বোতল বিক্রি করছি ৪০০ টাকায় আর দুই লিটার ১৬০ টাকায়। এদিকে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারেও পেঁয়াজের দাম কম। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি। আর চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার এস এম আব্দুল্লাহ বলেন, এখন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। টিসিবির পক্ষ থেকে পেঁয়াজ ও তেল বিক্রি হচ্ছে। বাজারে এখন পেঁয়াজের কোনো ঘটতি নেই, মূল্যও কম। বর্তমানে খুচরা বাজারে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকা, বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-১২০ টাকায়।

মন্তব্য ( ০)





  • company_logo