• জাতীয়

আজ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাতবার্ষিকী

  • জাতীয়
  • ১৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৬:০৪

সিএনআই ডেস্ক: আজ শনিবার (১৪ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে একাত্তরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর ওপারে বারোঘরিয়ায় অবস্থান নেন। ১৪ ডিসেম্বর ভোরে মহিউদ্দীন জাহাঙ্গীর তাঁর বিশাল বাহিনীকে তিন ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমণ শুরু করেন। তিনি রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে শত্রুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে করতে সামনের দিকে এগোতে থাকেন। যখন শত্রুদের আর একটিমাত্র অবস্থান বাকি এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শত্রুদের বুলেট এসে বিদ্ধ হয় মহিউদ্দীন জাহাঙ্গীরের কপালে। এতে ঘটনাস্থলেই তিনি শহীদ হন।

মন্তব্য ( ০)





  • company_logo