• শিক্ষা

নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া শীর্ষক বিচ্ছুরণের সেমিনার

  • শিক্ষা
  • ১৪ নভেম্বর, ২০১৯ ১৯:৩২:৫৮

নোবিপ্রবি সংবাদদাতা: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী প্রতিযোগিতার 'বিচ্ছুরণ' এর  সেমিনার সভা  অনুষ্ঠিত  হয়।
সারাদেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উদ্ভাবনী আইডিয়ার খোঁজে ইয়ং বাংলার আয়োজনে এই  কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তরুণদের আইডিয়াকে কাজে লাগিয়ে নতুন উদ্ভাবণ ক্ষেত্র সৃষ্টি করতে কাজ করবে ইয়ং বাংলা। সারাদেশের তরুণদের প্রেরিত নতুন ধারণা বাছাই শেষে নির্বাচন করা হবে সেরা টিমসমূহ।
বিচ্ছুরণ সম্পর্কে ধারণা দিতে এবং নতুন আইডিয়া কাজে লাগানোর পদ্ধতি নিয়ে কাজ করার আহ্বানে এই সেমিনার সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. দিদার-উল- আলম,  প্রকৌশল অনুষদের ডীন  প্রফেসর ড.  মোহাম্মদ ইউসুফ সহ  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় অর্ধশত প্রতিযোগী।
এসময় নোবিপ্রবির উপাচার্য ড. দিদার- উল- আলম বলেন,  উদ্ভাবনী ক্ষেত্রের ও অর্থের অভাবে আমাদের দেশের অনেকেই  এ ব্যাপারে অনুৎসায়ী।আশা করি এ ধরণের কার্যক্রমে তরুণরা অবশ্যই উৎসাহী হবে এবং দেশের মঙ্গলে কাজ করে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo