• জাতীয়

জেল হত্যায় জিয়াউর রহমান জড়িত : প্রধানমন্ত্রী

  • জাতীয়
  • ০৩ নভেম্বর, ২০১৯ ১৭:১৯:১৬

সিএনআই ডেস্ক: জেল হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলো বলেই, খন্দকার মোশতাক ক্ষমতায় গিয়ে তাকে সেনা প্রধান করেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জেল হত্যার মাধ্যমে স্পষ্ট হয় স্বাধীনতা বিরোধীদের প্রতিশোধের বিষয়টি। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীতে হাজার হাজার সেনা হত্যা করেন। তিনি আরো বলেন, বারবারই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে অবৈধ ক্ষমতাদখলকারীরা। অবৈধ ক্ষমতা দুর্নীতির সুযোগ করে দেয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের সেবা করতে পেরেছে বলে স্বাধীনতার চেতনা আবার ফিরে এসেছে। শেখ হাসিনা বলেন, ঋণখেলাপি অবৈধ ক্ষমতাদখলকারীদের দ্ধারা সৃষ্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে বাঙালি জাতিকে নেতৃত্ব দেয় বাংলাদেশের অস্থায়ী সরকার। যেখানে ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। পচাত্তরের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। দিবসটি স্মরণে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগ নেতা, মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। জেল হত্যার খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। পরে বনানীতে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ।

মন্তব্য ( ০)





  • company_logo