• জাতীয়

বস্তির শিশুদের উন্নত শিক্ষার সুযোগ দিতে প্রকল্প গ্রহণের সুপারিশ

  • জাতীয়
  • ০৩ নভেম্বর, ২০১৯ ২১:৫৩:০৫

সিএনআই ডেস্ক:রাজধানীর বিভিন্ন বস্তিতে বসবাসরত সুবিধা বঞ্চিত ও অনগ্রসর শিশুদের উন্নত শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি কমিটি গত অর্থবছরে (২০১৮-১৯) বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের আর্থিক খরচ এবং সরকারের ‘বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ’ (আইএমইডি) প্রণীত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি সংসদীয় উপ কমিটি গঠন করে। কমিটির আহবায়ক করা হয়েছে সাবের হোসেন চৌধুরীকে। সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, রওশন আরা মান্নান, আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকের শুরুতে জেল হত্যা দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরে বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহের আর্থিক খরচ ও বিভাগওয়ারী প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট সাব-কমিটি কমিটির অপর সদস্যরা হলেন হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা। বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo