• আন্তর্জাতিক

দূষণ রোধে সবাইকে এক হওয়ার আহ্বান প্রিয়াঙ্কা গান্ধীর

  • আন্তর্জাতিক
  • ০৪ নভেম্বর, ২০১৯ ২৩:০৯:২০

আন্তর্জাতিক ডেস্ক: দূষণ রোধে জনগণকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার সকলের প্রতি এ আহ্বান জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি ১৯৫২ সালের লন্ডনের বায়ু দূষণের পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘সেই সময় হাজার হাজার মানূষ দূষণের কবলে পড়ে মারা যান। এরপর, সাধারণ মানুষরাই এ পরিস্থিতি থেকে উত্তরণে অগ্রণী ভূমিকা পালন করে। এ বিষয়ে করা এক টুইট বার্তায় তার মতামত তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি তার টুইট বার্তায় লেখেন, ‘দূষণের বিষয়ে আজ কেন এতো গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজনীয়তা? দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, কানপুর, বেনারস, লখনৌসহ অনেক শহরের বাতাস বিষাক্ত হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই শিশুদের স্কুলে যেতে হচ্ছে। আমাদের শ্রমিক ও সাধারণ মানুষদের কাজে যেতে হচ্ছে। তিনি আরও জানান, ‘১৯৫২ সালে লন্ডনে বায়ু দূষণের ফলে ১২ হাজার মানুষ মারা যায়। ধুলোয় শহর ভরে গিয়ে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনার পর একটি আইন প্রণয়ন করা হয়।‘ ওই টুইটে হ্যাশট্যাগও যোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে লেখেন, ‘LetsUniteAgainstPollution’।

মন্তব্য ( ০)





  • company_logo