• জাতীয়

রেল সেক্টর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: রেলমন্ত্রী

  • জাতীয়
  • ০৫ নভেম্বর, ২০১৯ ১৭:৪৫:১৮

ন্যাশনাল ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেল সেক্টর উন্নয়নের জন্য সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ জন্য বঙ্গবন্ধু সেতুতে নতুন রেল সেতু নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনক্ষণ ঠিক করলে ২০২০ সালের ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর দিন বঙ্গবন্ধু সেতুতে নতুন রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তে নতুন রেল সেতু নির্মাণের স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব বলেন। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করা হবে। রেলের সংখ্যা যত বাড়ছে ততই রেল যোগাযোগের বিলম্ব সৃষ্টি হচ্ছে। এর কারণ রেলের লেন একটি হওয়ার কারণে এই সময় ক্ষেপণ হচ্ছে। এ কারণে রেল সেতু নির্মাণ করা হলে আলাদা আলাদা লেনে রেল চলাচল করতে পারবে।   এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফসহ রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo