• শিশু সংবাদ

নবজাতকের পা নিয়ে টানাহেঁচড়া করছিল কুকুর

  • শিশু সংবাদ
  • ০৪ নভেম্বর, ২০১৯ ১৫:২৬:৪৫

শিশু ডেস্ক:  বরিশাল নগরীর নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন সড়কের আইল্যান্ডের ওপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পথচারীরা জানান, মহাসড়কের আইল্যান্ডের ওপর ফেলে যাওয়া নবজাতকের মরদেহটি ব্যাগের মধ্যে ছিল। কয়েকটি কুকুর নবজাতকের পা কামড়ে নিয়ে টানাহেঁচড়া করছিল। এ সময় কয়েকজন সড়কের পাশেই মরদেহটি মাটি চাপা দিতে চান। পরে পুলিশে খবর দেয়া হয়। কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সড়কের আইল্যান্ডের ওপর নবজাতকের মরদেহ দেখতে পায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নবজাতকের বয়স একদিন হবে। ধারণা করা হচ্ছে অবৈধ মেলামেশার কারণে শিশুটির জন্ম হয়েছে। এরপর অভিভাবকরা রোববার রাতের কোনো এক সময় নবজাতকটিকে সড়কের আইল্যান্ডের ওপর ফেলে রেখে যায়। তবে জন্ম নেয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে, না-কি মৃত অবস্থায় ভূমিস্ট হয়েছে বা মেরে ফেলা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আশেপাশের এলাকায় খোঁজ নেয়া হচ্ছে কেউ সন্তান প্রসব করেছে কি-না। বাবা-মায়ের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের চিহ্নিত করতে পারলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo