• শিক্ষা

মেধার ভিত্তিতে সিট : আন্দোলন স্থগিত

  • শিক্ষা
  • ২৯ অক্টোবর, ২০১৯ ১৮:৩১:৪৪

সিএনআই ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। মঙ্গলবার ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। গণরুম সমস্যা সমাধানে তিনি পদক্ষেপ নেবেন। এবার যারা প্রথম বর্ষে ভর্তি হবে, তাদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার সকালে তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ভিসির বাসভবনে থাকার উদ্দেশ্যে সেখানে যান শিক্ষার্থীরা। তবে উপাচার্য বাসভবনে নেই, জানিয়ে শিক্ষার্থীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রক্টরের সাথে দেখা করার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানান শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo