• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-বিজিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৪

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ অক্টোবর, ২০১৯ ১০:২৬:২৪

চাপাঁইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ও ৫৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ২২৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরো দুজন চোরাকারবারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দোষপুর গ্রামের মৃত মরকুল হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩০), গোমস্তাপুর উপজেলার দোসীমনি কাঠাঁল এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩১), শিবগঞ্জ উপজেলার গোপালনগরের মৃত আইন উদ্দিনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০) ও একই উপজেলার সোনামসজিদ শিয়ালমারা গ্রামের ছেতাউর রহমানের ছেলে মো. শাহজাহান আলী (২২)। পৃথক প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে ১২ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার গোপালনগর হঠাৎ পাড়াড় বেলাদুল ইসলামের গোডাউন ঘরের সামনে বারান্দায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে। র‌্যাব চাঁপাই ক্যাম্পের আরেক অভিযানে বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের সাতভাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেলসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে ৫৯ বিজিবির তেলকুপি বিওপির হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে টহল দল দুপুরে জমিনপুর গ্রামের মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তেলকুপি বিওপির আরেকটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নায়েব সুবেদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে টহল দল ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ২ জন পালিয়ে যায়। শিয়ালমারা বিওপির নায়েক মো. নুরুল আফসারের নেতৃত্বে টহলদল সকাল ১১টার দিকে শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিলসহ আসামী উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

মন্তব্য ( ০)





  • company_logo