• অপরাধ ও দুর্নীতি

সাভারে পানির ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু!

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৩৭:০৩

সাভার প্রতিনিধি: সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর নির্মাণাধীণ একটি ট্যানারির পানির ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাপ্পী (২৪) নামে একজন আরএএন ট্যানারির শ্রমিক। তবে নিহত অপর রাজমিস্ত্রির পরিচয় জানা যায়নি। রোববার সকালের দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর ‘আরএএন ট্যানারি’তে এ ঘটনা ঘটে। ট্যানারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারত হোসেন জানান, নির্মানাধীন আর এ এন ট্যানারির বন্ধ পানির ট্যাংকির ভিতর নেমে কাজ করছিলেন এক নির্মাণ শ্রমিক। এসময় বিষক্রিয়ায় সে নিস্তেজ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ট্যাংকিতে নামেন বাপ্পী নামে অপর এক ট্যানারি শ্রমিক। পরে দুই জনেই সজ্ঞা হারিয়ে ফেললে তাদের দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তিনি বলেন, দুই জনের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের একজন শ্যামপুর বাজার থেকে আনা দিনমজুর তবে তাদের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo