• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড় সীমান্ত থেকে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ অক্টোবর, ২০১৯ ১৭:৫৫:৪৭

নীলফামারী প্রতিনিধি:  পঞ্চগড় সীমান্তে অভিযান পরিচালনা করে ৫৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর ধুনিয়াপাড়া এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী ব্যাটালিয়নের আওতায় শিংরোড আউটপোস্ট এর নায়েক সুবেদার আব্দুল ওয়ারেজ সরকার। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইদুর রহমান(৩২) নামে একটি মামলা করা হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া ফেন্সিডিলের দাম ২লাখ ৩৯হাজার টাকা। প্রসঙ্গত ‘সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বাংলাদেশ’ ¯েøাগান নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন সার্বক্ষনিক সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo