
কুড়িগ্রামের উলিপুরে একটি শো-রুম থেকে মোবাইল ও টাকার চুরির ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক আরিফুল আলম দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আর অপরজনের নাম দিগন্ত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আর এম ইলেক্ট্রনিক্সের মালিক রাফেল মাহমুদ জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখতে পান সেখানে থাকা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা দুই লাখ ৮০ হাজার টাকা নেই। দোকানের চালের টিন খুলে চোর ভেতরে প্রবেশ করে চুরি করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন। আরও বলেন, দোকানের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজে দিগন্তকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। বিষয়টি উলিপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করে। থানা সূত্রে জানা গেছে, উলিপুরের দূর্গাপুর বাজারে আর এম ইলেক্ট্রনিক্স নামে একটি শো রুমে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে দিগন্ত নামে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী এতে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজলকে আটক করা হয়েছে। এ বিষয়ে উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, ‘আমি ঘটনা শুনেছি। চুরির সঙ্গে কাজলের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম বলেন, কাজলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়া থেকে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭...
মোঃ ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ দেশের দ্বিতীয় বৃহত্...
স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপ ক্রিকেট দিয়ে ভারতের জাতীয়...
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার সে...
মন্তব্য ( ০)