• অপরাধ ও দুর্নীতি

‘লোকমান ভূঁইয়াকে বিসিবি পরিচালক থেকে বহিস্কারের দাবি’

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৩:০২

২ বছর ধরে ক্লাবে ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার লোকমান হোসেন ভূঁইয়াকে বিসিবি পরিচালক থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন মোহামেডানের একাংশ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসক্লাবে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন মোহামেডানের স্থায়ী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। তাদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল (রোববার) বিকেলে ক্লাবে অবস্থান এবং সোমবার সকালে প্রেসক্লাবের সামনে মানবন্ধন। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া গ্রেফাতারের পর এই প্রথম ক্লাব সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুললো। ঐতিহ্যবাহী ক্লাবটির সাবেক তারকা ক্রীড়াবীদ এবং স্থানীয় সদস্যদের একটি অংশ আজ বিকেলে প্রেসক্লাবে একত্রিত হয়। যারা লোকমান হোসেন ভূঁইয়ার কারণে দীর্ঘদিন যাবত ক্লাবে প্রবেশ করতে পারছিলেন না। এবার তারা একসঙ্গে হলেন, সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। ফজলুর রহমান বাবুর পরিচালনায় সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের স্থায়ী সদস্য বাদল রায়। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই বিসিবি থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে বহিস্কার করার দাবি তোলা হয় সংস্থাটির সভাপতির কাছে। বাদল রায় বলেন, ‘আমরা এখানে যারা এসেছি সবাই মোহামেডানকে মনেপ্রাণে ভালোবাসি। মোহামেডান ক্লাবকে লোকমান হোসেন ভূঁইয়া ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সাফল্য তো নেই-ই, কোনো ডিসিপ্লিনে, পাশাপাশি ক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তি নষ্ট করেছেন ক্যাসিনোর মতো আসর বসিয়ে।’ আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে লোকমান হোসেন ভূঁইয়া স্বীকার করেছেন ক্যাসিনো থেকে আয় করার বিষয়ে। একই সঙ্গে জানিয়েছেন, ৪১ কোটি টাকা তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার দুইটি ব্যাংকে। এবং স্বীকার করেছেন, প্রায় দু’বছরের মতো মোহামেডানে ক্যাসিনো পরিচালনা করছেন। দুই বছরের মতো সময় ক্লাবে ক্যাসিনো চললেও মোহামেডানের সাবেক ফুটবলার ও স্থায়ী সদস্য বাদল রায়ের দাবি, ‘আমরা ক্যাসিনোর বিষয়টি জানতাম না।’ লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডানের পাশাপাশি ক্রিকেট বোর্ডেরও পরিচালক। সংবাদ সম্মেলন থেকে মোহামেডানের এই অংশটি দাবি তোলেন, বিসিবি থেকে লোকমান ভূঁইয়াকে বহিস্কার করা হোক। বাদল রায় বলেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে আমরা অনুরোধ করছি। লোকমান হোসেন ভূঁইয়াকে বিসিবি থেকে বহিষ্কার করা হোক। পাশাপাশি আমাদের মোহামেডান ক্লাবে আর তার কোনো স্থান নেই।’ লোকমান ভূঁইয়ার প্রতি অভিযোগ এনে বাদল রায় আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ভেঙেছিল এই লোকমান।’ তবে লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে করা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যের কড়া সমালোচনা করেন বাদল রায়। তিনি বলেন, ‘পাপন সাহেব দেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক। তার কাছ থেকে লোকমানের জন্য এমন মন্তব্য আশা করিনি।’ সংবাদ সম্মেলনে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আব্দুল গাফফার, কায়সার হামিদ, ছাইদ হাসান কানন, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ আহমেদ নকীব, সংগঠক তরিকুল ইসলাম টিটো, হকি কর্মকর্তা সাজেদ এএ আদেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo