• অপরাধ ও দুর্নীতি

পরিবহন শ্রমিক খুন, ফুটেজ দেখে গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১০:১১

সাভারে হানিফ পরিবহনের শ্রমিক খুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- হেমায়েতপুর এলাকার আবদুল গিয়াসের ছেলে রবিউল ইসলাম (২০), নুর আলমের ছেলে সজীব হোসেন (২৮) ও কবির হোসেন রুবেল (৩০)। রোববার সকালে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে আশুলিয়া থানার ইনস্পেক্টর ইন্টেলিজেন্টস মো. তছলিম উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত দেড়টায় আশুলিয়ার বাইপাইল আজিজ ফিলিং স্টেশনসংলগ্ন হানিফ কাউন্টার থেকে বাসায় যাওয়ার পথে রবিন নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তার লাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিপরীতে ডেইরি ফার্মগেটসংলগ্ন এলাকায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। রবিন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডিগ্রিরটেক (মাদারটেক) নয়ারহাট এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি উত্তরবঙ্গে চলাচলরত হানিফ পরিবহনের বাইপাইল আজিজ ফিলিং স্টেশনসংলগ্ন কাউন্টারের মাস্টার ছিলেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। পরে রবিন হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করে। সে সূত্র ধরে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা জানান, তারা গাড়িতে ডাকাতির সময় হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার রবিন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়। এতে তারা নিজেদের রক্ষা করার জন্য রবিনকে কুপিয়ে হত্যা করে মরদেহ ডেইরি ফার্মের পাশে ফেলে দেন।

মন্তব্য ( ০)





  • company_logo