• জাতীয়

শুধরে নেবেন তাহেরী

  • জাতীয়
  • ০৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৪:০৪

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিযুক্ত গিয়াস উদ্দিন তাহেরি তার নানান সমালোচিত বক্তব্যকে স্লিপ অফ টাং আখ্যা দিয়ে বলেছেন, তিনি ওয়াজে আর কখনো এসব কথা বলবেন না। একটি বেসরকারি টেলিভিশনকে তিনি জানান, ওয়াজ শুনতে আসা লোকজনকে চাঙ্গা করতেই মাঝেমধ্যে এমন রসিকতা করেন তিনি। ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই? … ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? কতা কি কিলিয়ার, নাকি ভেজাল আছে? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী ভালা (ভালো) না আমিও বলি আমি তো ভালা না ভালা লইয়া থাইকো’ এরকম নানান বক্তব্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এই ওয়াজ মাহফিলের এসব বক্তব্য গড়িয়েছে আদালত পর্যন্ত। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা হয়েছে মামলার আবেদন। এ বিষয়ে তাহেরির দাবি প্রতিহিংসা পরায়ণ হয়েই মামলার আবেদন। এ ব্যাপের গিয়াস উদ্দিন আত-তাহেরীর বলেন, ‘দুই একটি কথা আমরা পরিস্থিতি উপস্থিতি মানুষের ইমেজ আমজের প্রতি খেয়াল করে হয়তো বা অনেক সময় আবেগ তাড়িত হয়েও বলি। অনেক সময় স্লিপ অফ টাংও হতে পারে। এ ব্যাপারে মামলা হতে পারে আমি মনে করি না। এটা সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণতা মামলা। ওয়াজ মাহফিলে আর কখনোই এমন বক্তব্য দিবেন না বলে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি বলেন, যেহেতু মানুষের মধ্যে মামলা নিয়ে একটা আলোচনা চলে আসছে। তাই আমরা নিজেরাও নিজেকে সংশোধন বা একটু জ্ঞান করে, ধৈর্য্য ধরে কথা বলবো ইনশাআল্লাহ। জিকিরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বসেন বসেন এই ৩০ সেকেন্ডের কথা গুলো নিয়ে যারা ট্রল করে বিভিন্ন ভাবে এটাকে অন্যদিকে ডাইবেট করে মানে মানুষের মাঝে ভাইরাল করে আমি মনে করি তাদের উদ্দেশ্যে আপনাদের পদক্ষেপ নেয়া উচিত।’

মন্তব্য ( ০)





  • company_logo