• জাতীয়

বরাদ্ধ বাড়িয়ে ঢাকা উত্তরের বিরাট বাজেট

  • জাতীয়
  • ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৫:৩০

২০১৯-২০ অর্থবছরের জন্য ৩০৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ বাজেটে মশা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ অর্থ আগের তুলনায় বেশি রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৃহস্পতিবার গুলশান-২ এর নগরভবনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসি সূত্র জানায়, নতুন এ বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা। গত অর্থবছরে (২০১৮-১৯) এ খাতের সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে মশা নিয়ন্ত্রণের জন্য গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় এবারের বাজেট ১৮২ শতাংশ বেশি। ওষুধসহ মশা নিয়ন্ত্রণে যন্ত্রপাতিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। জানা গেছে, মশা নিয়ন্ত্রণ যন্ত্রপাতির জন্য এবার বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টাকা। গত অর্থবছরের সংশোধিত বরাদ্দ ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ খাতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে ২৫ শতাংশ। র্বসাকুল্যে ডিএনসিসির নতুন বাজেট ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ১,২৩৪ কোটি ৬৩ লাখ টাকা বেশি হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১,৮২২ কোটি ৬৩ লাখ টাকা।

মন্তব্য ( ০)





  • company_logo