• খেলাধুলা

আফগানিস্তান অলআউট

  • খেলাধুলা
  • ০৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৮:০৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ৫ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে আফগানিস্তান। ৮৮ রান নিয়ে আসগর আফগান এবং ৩৫ রান নিয়ে আফসার জাজাই দিনের খেলা শুরু করেন। দ্বিতীয় দিনে বাকি ৫ উইকেটে আফগানিস্তান স্কোর বোর্ডে যোগ করতে পারেন মাত্র ৭১ রান। সব মিলিয়ে আফগানিস্তান অলআউট হয়েছে ৩৪২ রানে। আফঘান অধিনায়ক রশিদ খানকে দারুণ এক ফিরতি ক্যাচে আউট করে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথম দিন দারুণ খেলছিলেন আসগর আফগান। এই ব্যাটসম্যান সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে প্রথমদিন শেষ করেন। দ্বিতীয় দিনে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলেন না তিনি। তাকে ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত করলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরে যায় তিনি। আউট হয়ার আগে আজগর আফগান করে ১৭৪ বলে ৯২ রান। এর কিছু পরে আবারও আফগানিস্তান শিবিরে আঘাত হানে তাইজুল ইসলাম। এবার তার শিকার আফসার জাজাই। তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন এই ব্যাটসম্যান। জাজাই ১১৫ বলে খেলে ৪১ রান করেন। এরপরই বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। বল করতে এসেই সাফল্য পান তিনি। কায়েস আহমেদকে ফেরান সাকিব। কাইস আহমেদের পর ইয়ামিন আহমাদজাইকেও ফিরিয়েছেন সাকিব আল হাসান। তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। সাকিব আল হাসান ও নাঈম হাসান নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট মাহমুদউল্লাহ ও মিরাজের। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ৩৪২/১০ (১১৭ ওভার) বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান। আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান

মন্তব্য ( ০)





  • company_logo