• জাতীয়

আটক কিশোরদের ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ

  • জাতীয়
  • ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৩:২৮

অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক ১১০ কিশোর-তরুণের মধ্যে ১০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ওই ১১০ জনকে আটক করে থানায় নিয়েছিল পুলিশ। এদের অধিকাংশই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য বলে ওইদিন রাতে জানিয়েছিলন ওসি আব্দুর রশিদ। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে যাচাই করে ১০৩ জনের বিরুদ্ধে পুরনো কোনো অভিযাগ পাওয়া যায়নি। তাই তাদের পরিবারের সদস্যদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে বলে শনিবার সকালে জানান ওসি। এছাড়া আটক বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাছাড়া এদের মধ্যে চারজনের বিরুদ্ধে আগে মামলাও হয়েছে। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুর রশিদ।

মন্তব্য ( ০)





image

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ

নড়াইল প্রতিনিধি: আসন্ন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনকে স...

image

দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর...

image

প্রতিবন্ধী নারীদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নে বগুড়ায় সংলাপ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: আইন ও নীতিমালার আলোকে প্রতিবন্ধী নারীদের...

image

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :আগামীকাল বুধবার ৮ মে প্রথম ধাপে...

  • company_logo