• জাতীয়

সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল কোকেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়
  • ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০২:২৬

সামাজিক মাধ্যমের অতি ব্যবহারকে নেশার সঙ্গে তুলনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে একটি আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। একজন ইমামের উধ্বৃতি দিয়ে তিনি বলেছেন, এটি ‘সোশ্যাল মাধ্যম’ নেই আর, ‘সোশ্যাল কোকেন’ হয়ে গেছে। মসজিদের ইমাম যথার্থ বলেছেন। মাদকের বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ‘মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিয়ে ও ইন্টারনেট সেলফোনের অপব্যবহার প্রতিরোধে করনীয়’ বিষয়ে এই সভায় কিশোরদেরকে পড়াশোনায় মননিবেশ করার পরামর্শ দেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘আমি অনেককেই দেখি সারাদিন ফেসবুকে থাকে। ফেসবুকে আসক্ত হয়ে গেছে। তারা সারাদিনই ফেসবুকে থাকে। গতকাল এক ছাত্রনেতা এসে আমাকে বলছিল, গুলশান মসজিদের ইমাম বলেছেন, ‘এটা সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল কোকেন। এই সোশ্যাল কোকেন থেকে আমাদের রক্ষা পেতে হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়া, সেলফোন তোমাদের দরকার আছে। তবে তোমরা এমন জায়গা যেও না, যে জায়গা তোমাদের না। যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।’ জঙ্গি হামলাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে অনেক রাষ্ট্রের চক্ষুশূল হয়েছি আমরা। তারা ঘাপটি মেরে আছে। দেশকে অকার্যকর করতে চায়। সম্প্রতি দুই একটি ঘটনা ঘটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্বের জানান দিতে চাচ্ছে। কিন্তু সেটা আর এই দেশে সম্ভব নয়। পুলিশ বাহিনী সতর্ক আছে।

মন্তব্য ( ০)





  • company_logo