• জাতীয়

কমিশন গঠন করে জিয়া-মোশতাকের ভূমিকা তুলে ধরা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • জাতীয়
  • ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩২:২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যে ঘাতকেরা বঙ্গবন্ধুকে ৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করেছে, সেই খুনিদের একটা অংশের বিচার হয়েছে। এবার কমিশন গঠন করে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সাথে জিয়া ও খুনী মোশতাকের কি ভূমিকা ছিল এবং বিদেশি চক্রান্তকারীদের কি ভুমিকা ছিল-তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাস টার্মিনাল চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পদকে ভুষিত হওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে এ গণসংবর্ধনা দেয়া হয়। আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশে আজ যত উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো অনেক আগেই এই উন্নয়ন হয়ে যেত। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য আমাকে ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করা হয়েছে। এই সম্মাননা তখনই কাজে লাগবে, যখন সবাই মিলে কালিয়াকৈরকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। এই সম্মাননা শুধু আমার নয়, এই সম্মাননা আমি কালিয়াকৈর ও গাজীপুরবাসীর জন্য উৎসর্গ করলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৯৬২ সালে বঙ্গবন্ধুর হাত ধরেই আমি ছাত্রলীগে যোগদান করেছিলাম। বঙ্গবন্ধু আদর স্নেহ আজও ভুলতে পারিনি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি লোভ-লালসা বাদ দিয়ে আজও বঙ্গবন্ধুর কর্মী হয়ে রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে কখনো বিশ্বাস ঘাতকতা করিনি। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন প্রমুখ। সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মমতাজ বেগমসহ অন্যন্য শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo