• খেলাধুলা

বাংলাদেশে পা রেখেই যা বললেন জিম্বাবুয়ে অধিনায়ক

  • খেলাধুলা
  • ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৯:৫৬

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল রবিবার মধ্যরাতে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানিয়েছেন, সফরটা অনেক ভালো যাবে এবং জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। দলের সদস্যরা কঠোর পরিশ্রম করেছে। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে। তাছাড়া এই সিরিজ দিয়েই সব ফরম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। এদিকে দুই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে হ্যামিল্টন মাসাকাদজার দল। এর পর ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে তারা। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিসিবি একাদশ। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আফগানিস্তান আসরের আরেক দল।

মন্তব্য ( ০)





  • company_logo