• আন্তর্জাতিক

ইরান-চীন তেল বাণিজ্য অব্যাহত রাখায় বিরক্ত আমেরিকা

  • আন্তর্জাতিক
  • ১০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩:০৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে চীন অব্যাহতভাবে তেল কেনার কারণে বিরক্ত হচ্ছে আমেরিকা। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড্যান ব্রুলেট বিষয়টিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, চীনের এ পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, আমেরিকা চেষ্টা করছে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তার তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে কিন্তু চীন সরকার ও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখে সে প্রচেষ্টা বানচাল করছে। তিনি বলেন, খুব শিগগিরই চীনা কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরবে আমেরিকা। গত বছরের নভেম্বর মাসে আমেরিকা ইরানের তেল রপ্তানির ওপর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং চলতি বছরের মে মাসে তা কঠোর করা হয়। তারপরেও ইরান এবং চীনের মধ্যে তেল বাণিজ্য অব্যাহত রয়েছে। এর মধ্যদিয়ে চীন আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে বলে বলে মনে করা হচ্ছে। ইরান এবং চীন হচ্ছে দীর্ঘদিনের মিত্র দেশ এবং দু'দেশের মধ্যে বহুদিন থেকে বাণিজ্য চলে আসছে। ইরানি তেলের সবচেয়ে বড় অংশ চীনেই রপ্তানি করা হয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞার দিয়ে রেখেছে। চীন বহুবার এর সমালোচনা করে বলেছে, একতরফা এসব নিষেধাজ্ঞা আমেরিকার নিজস্ব ব্যাপার; অন্য কোনো দেশের তা মানা উচিত নয়।

মন্তব্য ( ০)





  • company_logo