• আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা করল ভারত

  • আন্তর্জাতিক
  • ০৫ আগস্ট, ২০১৯ ২২:১৮:৪৯

৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলবে ভারত৷ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করল এআইটিএ নির্বাচক কমিটি৷ প্রথম সারির সব খেলোয়াড়কে দলে রেখেছেন নির্বাচকরা৷ সিঙ্গলসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন গুনশরণ এবং রামকুমার রামানাথন৷ আর ডাবলসে ভারতীয় জুটি হল রোহন বোপন্না ও দ্বিজ শরণ৷ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে হবে ভারত-পাক টাই৷ পাক ভূ-খণ্ডে শেষবার ১৯৬৪ সালে লাহোরে ডেভিস কাপের লড়াই হয়েছিল দু’দলের মধ্যে৷ ভারত টাই জিতেছিল ৪-০ ব্যবধানে৷ এবার টাই খেলা হবে ইসলামাবাদের পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সের ঘাসের কোর্টে৷ বিজয়ী দল ২০২০ সালে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার খেলবে৷ ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো৷ মোট ৬ বার ডেভিস কাপে পাকিস্তানের মোকাবিলা করে ৬ বারই জয় তুলে নিয়েছে ভারত৷ শেষবার ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেবার পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত৷ সুমিত নাগল চোটের জন্য আগেই সরে দাঁড়িয়েছিলেন৷ ফলে পাঁচ সদস্যের নির্বাচক কমিটি এদিন মাইনেনিকে দলে রেখে দেন৷ এর আগে সিঙ্গলস ও ডাবলসে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন মাইনেনি ভারত৷ তরুণ খেলোয়াড় সাসি কুমার মুকুন্দকে রিজার্ভ রেখেছেন নির্বাচকরা৷ মাইনেনি গত বছর সার্বিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাইয়ে দেশের প্রতিনিধত্ব করেন৷ ৩১ বছরের দলে রাখা প্রসঙ্গে নির্বাচক রাজপাল জানান, ‘ব়্যাংকিং দেখেই দল বেছে নেওয়া হয়েছে৷ দলে একজন অল-রাউন্ডার দরকার ছিল৷ সুতরাং মাইনেনিকে নেওয় হয়৷ ঘাসের কোর্টে ও ভালো খেলে এবং ও বিগ সার্ভিস রয়েছে৷’ শেষবার অবশ্য ভারত কলকাতার সাউথ ক্লাবে ১-৩ ইতালির কাছে টাই হারে৷ এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪। ডেভিস কাপ ব়্যাংকিংয়েও ভারত পাকিস্তানের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ ভারতের ডেভিস কাপ ব়্যাংকিং এই মুহূর্তে ২০৷ পাকিস্তান সেখানে ৩৭ নম্বরে রয়েছে৷ ভারতীয় দলের কোচ জিশান আলি বলেন, ‘আমরা নিঃসন্দেহে শক্তিশালী দল৷ তবে পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছি না৷’ ভারতীয় দল: প্রজনেস গুনেশরণ, রামকুমার রামানাথন, সকেত মাইনেনি, রোহন বোপন্না ও দ্বিজ শরণ৷ ক্যাপ্টেন: মহেশ ভূপতি কোচ: জিশান আলি

মন্তব্য ( ০)





  • company_logo