• রাজনীতি

ফটোসেশন করে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়

  • রাজনীতি
  • ০৬ আগস্ট, ২০১৯ ১২:৫২:২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা লোক দেখানো কাজ করবেন না দয়া করে। অযথা ফটোসেশন না করে নিজ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান সফল ভাবে সম্পূর্ণ করুন। তবেই ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ফটোসেশন করে কখনও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। অতএব সক্রিয় ভাবে কাজ শুরু করুন ওয়ার্ডে ওয়ার্ডে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ যৌথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সত্যিকার অর্থে সফল হতে চান, তবে ফটোসেশন ও মাইক লাগিয়ে প্রোগ্রাম না করে ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান জোরালো ভাবে শুরু করুন। তবেই ডেঙ্গু নিধন সম্ভব। এসব অনুষ্ঠান আর ফটোসেশন করে আর যাই হোক কখনও ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা নিধন হবে না। এসময় তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা যারা সিটি করপোরেশনের কাউন্সিলর ও ওয়ার্ডের নেতা আছেন একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ শুর করেন। তবেই নগরবাসী এর সুফল পাবে।

মন্তব্য ( ০)





  • company_logo