• স্বাস্থ্য

সেলফি বলে দেবে রক্তচাপ কত?

  • স্বাস্থ্য
  • ০৯ আগস্ট, ২০১৯ ১৬:৪১:৪৩

উচ্চ রক্তচাপ এমন একটি অসুখ যা নিয়ে চিন্তার শেষ নেই। হঠাৎ করে রক্তচাপ বেড়ে গিয়ে ঘটতে পারে নানা দুর্ঘটনা। তাই যখনই পারা যায় রোগীরা জানতে চেষ্টা করেন রক্তচাপ কত আছে। এবার এই বিষয়টি হয়ে গেছে একেবারেই সহজ। সেলফি তো সকলেই তুলে থাকেন? আর সেলফি দিয়েই যখন তখন জানা যাবে কত আছে প্রেসার। নিজের স্মার্টফোনটি থেকে একটা ভিডিও সেলফি তুলে ফেলুন। তাতেই জানতে পারবেন ব্লাড প্রেসার। সম্প্রতি এমনই এক প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে, 'ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং'। স্মার্টফোনের ফেসিয়াল ভিডিও বিশ্লেষণ করেই এই 'ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং' প্রযুক্তি ধরে ফেলবে রক্তপ্রবাহের পরিবর্তন। যা থেকে জানা যাবে রক্তচাপ। এই গবেষক দলের অন্যতম একজন সদস্য বলেন, ফেসিয়াল ভিডিওর মধ্যেই সিস্টোলিক ব্লাড প্রেসার সংক্রান্ত তথ্য ধরা পড়ে। হার্টের অসুখের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। আবার এই কারণে মৃত্যুর হারও দিনে দিনে বাড়ছে। যে কারণে হাই ব্লাড প্রেসারের রোগীদের নিয়মিত চেক আপ করা জরুরি। তবে, বাণিজ্যিক ভাবে এই প্রযুক্তি ব্যবহারে আরো কয়েক বছর সময় লেগে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo