• খেলাধুলা

মহুয়া বাংলাদেশের প্রথম মহিলা হকি আম্পায়ার

  • খেলাধুলা
  • ২২ জুলাই, ২০১৯ ১৮:৩১:৪১

হকি ফেডারেশন শুধু নারী হকির দিকেই নয়, নারী হকি আম্পায়ার গড়ে তোলারও কাজ করছে। এবার আম্পায়ার কোর্স করেছেন ২৮ জন। এদের মধ্যে একমাত্র নারী আম্পায়ার আয়শা পারভীন মহুয়া। বিএএফ শাহীন কলেজের শারীরিক শিক্ষক মহুয়া। আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী জানিয়েছন, মহুয়া বাংলাদেশের প্রথম মহিলা আম্পায়ার। এটা আরো ভালো বলতে পারবেন পুতুল আপা।’ সাবেক মহিলা হকি খেলোয়াড় পারভিন নাছিমা নাহার পুতুল বললেন, ‘আমরা যখন খেলেছি, সেই ৭৬, ৭৭-এর দিকে তখন মহিলা আম্পায়ার ছিল না।’ তিনি বলেন, ‘এটা আমাদের দেশের ক্রীড়াঙ্গনের জন্য ভালো যদি কোনো নারী আম্পায়ার হয়ে মাঠে নামতে পারেন।’ তবে লাকী এবং পুতুল দুজনের বক্তব্য হচ্ছে যেসব নারী হকি খেলোয়াড় এসএসসি কিংবা এইচএসসি পাশ করেছেন তাদের নিয়ে যদি ফেডারেশন আম্পায়ারিং কোর্সের আয়োজন করে তাহলে দ্রুত সেটা ফল পাবে।

মন্তব্য ( ০)





  • company_logo