• শিক্ষা

ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে আসছে না মরদেহ

  • শিক্ষা
  • ২৭ জুলাই, ২০১৯ ০৯:১৪:৪৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবীর স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ফিরোজের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। হলের ৪১৪ নং রুমে থাকতেন। সংশ্লিস্ট সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানোর পর তার শরীরের অবস্থা আরো ভাল করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। তাই পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আরো খারাপ হলে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার উন্নতি ঘটেনি। আজ রাত ১০টার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আরো জানা গেছে, নিহত ফিরোজ কবীর স্বাধীনের মরদেহ ঢাবি ক্যাম্পাসে আসছে না। পরিবারের সিদ্ধান্তে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। প্রক্টর বলেন, পরিবারই তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রেক্ষিতেই মরদেহ ক্যাম্পাসে নেওয়া হচ্ছে না। এর আগে প্রাথমিকভাবে তাকে ক্যাম্পাসে নিয়ে আসার খবর ছড়লেও তা সঠিক নয় বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo