• জাতীয়

ঈদের ৮-১০আগস্টের টিকিট হাওয়া!

  • জাতীয়
  • ২৭ জুলাই, ২০১৯ ১৩:০০:০৭

ঈদের ৮-১০আগস্টের টিকিট হাওয়া! এসব টিকিট চলে গেছে ব্লাকারদের হাতে। পরিবহনের কাউন্টার থেকে জানানো হয়, আমরা ওই তারিখের সব টিকিট আনলাইনে ছেড়ে দিয়েছি। এ সময় অনলাইনে টিকিট না পাওয়ার বিষষটি জানালে তারা বলেন, ‘আমরা তো তাদের বলেছি। এর পরেও তারা যদি টিকিট না ছাড়ে আমরা কি করতে পারি।’ ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন টিকিট কাটতে আসা মানুষজন। মূলত ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত টিকিট না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও ওই দিনগুলোর টিকিট সহজ ডট কম’এ পাওয়ার কথা বললেও, সেখানে তা পাওয়া যাচ্ছে না। পূর্ব ঘোষণা অনুসারে শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো।গাবতলী ও কল্যাণপুর সরজমিনে ঘুরে দেখা গেছে, সকালে বৃষ্টিকে উপেক্ষা করে লোকজন ভিড় জমিয়েছে কাউন্টারগুলোতে। লাইলে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করেছেন তারা। অনেকেই বৃষ্টির মাঝেই ছাতা মাথায় দাঁড়িয়ে পড়েছেন লাইনে। কমবেশি একই চিত্র লক্ষ্য করা গেছে এই দুই স্থানে। তবে বাস কাউন্টারগুলো ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত টিকিট দিতে পারলেও ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত কোনো টিকিট দিতে পারছেন না। এসব দিনের টিকিটগুলো অনলাইন টিকিট বিক্রয়ের সাইড সহজ ডট কম’এ পাওয়ার কথা জানানো হয় কাউন্টারগুলো থেকে। তবে সহজ ডট কম’র সাইডে গিয়ে টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন টিকিট কাটতে আসা লোকজন। টিকিট প্রত্যাশি কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, ৮ থেকে ১০ তারিখের সব টিকিট অনলাইনে পাওয়ার কথা বলছেন। কিন্তু আমরা সহজ ডট কম’এ গিয়ে দেখছি সেখানে কোনো টিকিট নেই। বৃষ্টি উপেক্ষা করে সেই সকালে এসে এখন আমরা বিপদে পড়েছি।এ বিষয়ে নাবিল, হক এন্টারপ্রাইজসহ কয়েকটি পরিবহনের কাউন্টার থেকে জানানো হয়, আমরা ওই তারিখের সব টিকিট আনলাইনে ছেড়ে দিয়েছি। এ সময় অনলাইনে টিকিট না পাওয়ার বিষষটি জানালে তারা বলেন, ‘আমরা তো তাদের বলেছি। এর পরেও তারা যদি টিকিট না ছাড়ে আমরা কি করতে পারি।’ এ নিয়ে হক এন্টারপ্রাইজের কল্যাণপুর কাউন্টারের প্রতিনিধি বলেন, ‘মূলত ৮ ও ৯ তারিখের (আগস্ট) টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, তাই এমন সমস্যা হচ্ছে। এতো মানুষ একসঙ্গে এতো টিকিট চাইলে কোথায় পাবো? আমার তো সেই পরিমান টিকিট নাই।’ সহজ ডট কম সব টিকিট মনে হয় এখনো ছাড়েনি বলেও মন্তব্য করেন তিনি।এমন অভিযোগের বিষয়ে সহজ ডট কম’র সিইও মালিহা কাদেরের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি রিসিভ না করে কেটে দেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo