• জাতীয়

ডেঙ্গু সচেতনতা, ১ আগস্ট স্কুলে স্কুলে যাবে মেডিকেল শিক্ষার্থীরা

  • জাতীয়
  • ২৮ জুলাই, ২০১৯ ২১:০০:৫০

শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে যাবে মেডিকেল শিক্ষার্থীরা। আগামী ১ আগস্ট (বৃহস্পতিবার) বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরতরা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের এডিস মশা, এডিস মশার প্রজনন স্থল ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অবহিত করবেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে পারিবারিক সচেতনতা সৃষ্টি করতে পারলে বাড়িতে ডেঙ্গু মশার জন্ম হবে না। তিনি বলেন, যে অবস্থা বিরাজ করছে তাতে প্রতিদিন কিম্বা ২/১দিন পর পর জমে থাকা পানি পরিষ্কার করলে শতকরা ৫০ ভাগ মশার উৎস কমে যাবে। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসা গাইড লাইনের সঙ্গে জড়িত ৫০ মাস্টার ট্রেইনার বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে সরেজমিন পরিদর্শন করে ডেঙ্গুর চিকিৎসা সম্পর্কে শিক্ষক ও চিকিৎসকদের সেমিনার করে অবহিত করবেন।

মন্তব্য ( ০)





  • company_logo