• জাতীয়

পল্টন জুড়ে বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

  • জাতীয়
  • ৩০ জুলাই, ২০১৯ ১২:৫৪:১৭

রাজধানীর পল্টনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নেতাকর্মীরা। ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চরমোনাই পীরের (হাত পাখা) পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার বরাবর স্মারকলিপি দিতে যাবার জন্য বায়তুল মোকাররমের আশেপাশে জড়ো হয় তারা। সেসময় পল্টন মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এর পরে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এরপর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করে দলটি। দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। ‘ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মন্তব্য ( ০)





  • company_logo