• জাতীয়

“ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতি আরও সমৃদ্ধ করতে সবসময় শিম্পীদের পাশে থাকতে হবে”-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • জাতীয়
  • ৩০ জুলাই, ২০১৯ ১৬:৪৩:২৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতি আরও সমৃদ্ধ করতে সবসময় শিম্পীদের পাশে থাকতে হবে। শিল্পীদের সম্মান না করলে সংস্কৃতির প্রসার ঘটবে না। গুণীজনদের কদর না করলে সে দেশে গুণী জম্মায় না। কন্ঠ শিল্পী, চারু শিল্পী, অভিনয় শিল্পী বা সংস্কৃতি কর্মীদের প্রতি আমজনতার ভালবাসার যায়গা মলিন হওয়া ঠিক না। তাই শিল্পীদের কাল্যাণে সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিৎ। প্রতিমন্ত্রী গতকাল (২৬.০৭.২০১৯) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে, দুস্ত-অসহায় শিম্পীদের সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত “ শিল্পীর পাশে-শিল্পীর সাথে” শীর্ষক আলোচনা ও সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে এ সব কথা বলেন। তিনি বলেন, যারা আমাদের নিরন্তন আনন্দ দেয় আমরা তাদের মলিন মুখ দেখতে চাই না। বহুমুখি প্রতিভার অধিকারী প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন আমরা ঐক্যবদ্ধভাবে তা আরও গতিশীল করবো। শিল্পীর পাশে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কোষাধ্যক্ষ সৈয়দ আবদুল হাদি, সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল খায়ের লিটু,  নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, রুবানা হক, মহাসচিব ব্যারিস্টার ওমর সাদাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।  

মন্তব্য ( ০)





  • company_logo