• অপরাধ ও দুর্নীতি

চাকুরীর প্রলোভন দেখিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৪ জুলাই, ২০১৯ ১২:০৪:২৭

ঢাকার মিরপুরের কাজীপাড়া ও শাহআলীর গুদারাঘাট থেকে পাসপোর্ট অফিসে চাকুরীর প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো আবু জাহেদ নয়ন (২৮) ও মাহমুদুল হাসান ওরফে রনি (৩০)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পাসপোর্ট অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাত করেছে। শুক্রবার রাতে র‍্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যা ৬টায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গ্রেফতারকৃত আবু জাহেদ নয়নের গ্রামের বাড়ী নোয়াখালীর সুধারামের সালেহপুর এলাকায়। সে ২০১৫ সালে ঢাকার আগারগাঁয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরে এমএলএসএস পদে অস্থায়ী চাকুরী নেয়। প্রায় ১ বছর চাকুরী করার পর অনিয়ম ও জালিয়াতির কারণে তাকে চাকুরী হতে বহিষ্কার করা হয়। চাকুরীর সুবাধে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাধে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে চাকুরী প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন চাকুরী প্রার্থীদের চাকুরী দেয়ার প্রলোভন দেখায়। পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, এমএলএসএস'সহ বিভিন্ন পদে প্রায় ৫০জন চাকুরী প্রার্থীকে চাকুরীর প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য ১০ জন প্রার্থীকে ১০টি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। নিয়োপত্র পাওয়া প্রার্থীদেরকে বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে তাদের পদায়ন হয়েছে মর্মে ভুয়া দাফতরিক চিঠি প্রদান করে। চলতি বছরের ৯ জুন উক্ত ভুয়া চিঠি নিয়ে প্রার্থীরা বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের জন্য গেলে তারা জানতে পারেন যে, নিয়োগপত্রগুলো ভুয়া, জাল এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর কর্তৃক ইস্যুকৃত নয়। গ্রেফতারকৃত নয়ন এই ভুয়া নিয়োগপত্রগুলো মাহমুদুল হাসান রনির মাধ্যমে তৈরি করে। ঢাকার শাহআলী থানার গুদারাঘাট এলাকায় রনির কম্পিউটার কম্পোজের দোকানে আবু জাহেদ নয়ন ও মাহমুদুল হাসান রনি মিলে ভুয়া নিয়োগপত্র তৈরি করত। রনির দোকান হতে জব্দকৃত ল্যাপটপে এ নিয়োগপত্র তৈরির অনেক আলামত পাওয়া যায়। প্রতারিত প্রার্থীরা সকলেই নোয়াখালীর জেলার স্থায়ী বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়।

মন্তব্য ( ০)





  • company_logo