• রাজনীতি

কে হচ্ছেন বিরোধী দলীয় উপনেতা!

  • রাজনীতি
  • ১৬ জুলাই, ২০১৯ ১২:৩৩:৩৭

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পদটি মোটামুটি নিশ্চিত হলেও বিরোধী দলীয় উপনেতা কে হচ্ছেন এ নিয়ে জাপার অভ্যন্তরে চলছে ব্যাপক আলোচনা। বর্তমান বিরোধী দলীয় উপনেতা এরশাদপত্নী বেগম রওশন এরশাদ থাকলেও তিনি সম্ভবত বিরোধী দলীয় নেতার পদ অলংকৃত করবেন। সেক্ষেত্রে বিরোধী দলীয় উপনেতার পদটি শূণ্য হবে। বর্তমান বিরোধী দলীয় চীফ হুইপ এবং দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা উপনেতার পদে বসতে আগ্রহী। ইতিমধ্যে তার এ ইচ্ছার কথা তিনি জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে অবহিত করেছেন। জাপার একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার আসনে বসতে ইতিমধ্যে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম এবং মশিউর রহমান রাঙ্গা আগ্রহী। তবে কাজী ফিরোজ রশীদ ও ফখরুল ইমাম রওশনপন্থী হওয়াতে তারা সুবিধাজনক অবস্থানে আছেন বলে জানা গেছে। তবে আনিসুল ইসলাম মাহমুদও এপদে আগ্রহী আছেন এমনটিও জানান কয়েকজন নেতা। জাপা সূত্র জানায়, জাপার সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা এবং উপনেতার বিষয়টি ফয়সালা করা হবে। এব্যাপারে কাজী ফিরোজ রশীদের দৃষ্টি আর্কষন করা হলে তিনি জানান, স্যারের মরদেহ নিয়ে আমরা শোকাহত। বিষয়টি নিয়ে এখনও কথা বলার সময় হয়নি।

মন্তব্য ( ০)





  • company_logo