• শিক্ষা

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা রাখার দাবিতে মানববন্ধন

  • শিক্ষা
  • ১৬ জুলাই, ২০১৯ ১৮:৪৮:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথমবর্ষে দ্বিতীয়বার ভর্তির সুযোগ অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, ‘রাবিতে এর আগের বছর দ্বিতীয়বার পরীক্ষা দেবার সুযোগ থাকলেওে এবার সেই সুযোগ দেয়া হচ্ছে না। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী সেকেন্ডটাইমের। তাহলে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হব? প্রতিবছর কোনো না কোনো কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকলে ফাঁকা আসনে যোগ্য শিক্ষার্থী পাওয়া যাবে। এ ছাড়াও স্মারকলিপিতে বলা হয়, মেধাবী ছাত্রদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হয়। কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তাদের কেন উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু আছে এমনটি নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও চালু আছে।

মন্তব্য ( ০)





  • company_logo