• খেলাধুলা

ইতিহাস গড়া ম্যাচে টাইগারদের রোমাঞ্চকর জয়

  • খেলাধুলা
  • ০৩ জুন, ২০১৯ ০৪:০৭:২৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের করা ৩৩০ রান চেজ করার লক্ষ্যে ব্যাট করতে গিয়ে ৩০৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তাহির/রাবাদাকে আউট করে দক্ষিণ আফ্রিকার শিবিরে সর্বশেষ আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। কুইন্টন ডি কককে হারানোর পর ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল মার্করাম-ডু প্লেসি জুটি। তবে দারুণ আর্ম বলে বোল্ড করে মার্করামকে ৪৫ রানে ফেরান সাকিব। তবে বাংলাদেশের জন্য মাথাব্যথা হয়ে থাকা ডু প্লেসিকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নিয়ে আসেন মেহেদী মিরাজ। এরপর ডেভিড মিলার ক্রমেই বাংলাদেশের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়ার চেষ্টা করছিলেন। তাকে সেই সুযোগ আর দেননি ফিজ। মেহেদী মিরাজের হাতে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুস্তাফিজুর রহমান। ডুসেন, ফেহলুকায়ো, মরিস কেউই প্রতিরোধ করতে না পারলেও ডুমিনি দীর্ঘসময় ক্রীজে থাকায় চিন্তার ভাঁজ পড়েছিল মাশরাফির কপালে। ফিজ ডুমিনিকে বোল্ড আউট করে ফেরালে শুধু জয়ের অপেক্ষা করতে থাকে টাইগার ভক্তরা। এর আগে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। লন্ডনের দ্য ওভালে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের অর্ধশতক ও অন্য টাইগারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ।

মন্তব্য ( ০)





  • company_logo